চা সিগারেটের দোকানে ক্রেতার ১০০ টাকার কম বাঁকি ছিলো। শনিবার রাতে চা সিগারেট খেয়ে ১শ টাকার নোট দিলে দোকানী পুর্বের পাওনাসহ সেই ১০০ টাকার নোট রাখা নিয়ে ক্রেতা বিক্রেতার কথা কাটাকাটি। ধস্তাধস্তি এক পর্যায়ে ক্রেতা দোকানে থাকা কাঁচের বড় খন্ড দিয়ে দোকানীকে আঘাত করে। সে আঘাত থেকে দোকানী রক্ষা পেলেও ভাঙ্গা কাঁচের টুকরোয় ক্রেতার হাত কেটে রক্ষক্ষরণ হয়। ধস্তাধস্তি ও রক্তক্ষরনে অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ক্রেতার। তবে নিহতের স্বজনদের দাবী তাকে খুন করা হয়েছে।
নিহতের পরিবার,প্রতিবেশী ও প্রত্যাক্ষদর্শীরা জানান,শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লার জহির শাহের মোড়ে মৃত কেবাদ আলীর (দপ্তরী)ছেলে অভিযুক্ত মাসুদ রানার ছোট চা সিগারেটের দোকান। সেখানে চা সিগারেট খেয়ে পুর্বের পাওনা টাকা নিয়ে বিবাদে জড়ান একই মহল্লার প্রতিবেশী আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায় সাইফুল ইসলাম জয়(৪৭)। সাইফুল হার্ট ও শ্বাসকষ্টের রোগী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে নিহতের ডানহাতে কাটা চিহ্ন রয়েছে।
নিহত সাইফুল ইসলামের ছেলে মো.আশিকের(২৫)অভিযোগ পাওনা টাকার জেরে দোকানী মাসুদ কাঁচের টুকরা দিয়ে আঘাত করে তাঁর পিতাকে হত্যা করেছে।
দোকানী মাসুদের স্ত্রী সিমা পারভীন বলেন,তার স্বামী নির্দোষ। ক্রেতা সাইফুল তার স্বামী মাসুদকে কাঁচ দিয়ে আঘাত করতে গেলে সে কাঁচের ভাঙ্গা টুকরো লেগে হাতে রক্তপাত হয় সাইফুলের। উত্তেজিত অবস্থায় হার্ট আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারন জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ০২ অক্টোবর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain