জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্কীনিং কর্মসুচীতে নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভায়া ও সিবিই কেন্দ্র উপজেলা স্বাস্থ্য (বিভাগীয়) শ্রেনীতে দেশের দ্বিতীয় সেরার মর্যাদা লাভ করেছে। গত ২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই পুরস্কার তুলে দেয়া হয়।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সারম্বরপুর্ন অনুষ্টানে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্কীনিং কর্মসুচীতে নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেরা ভায়া ও সিবিই কেন্দ্র উপজেলা স্বাস্থ্য শ্রেনীতে (বিভাগীয়) সাফল্যের সম্মাননা স্বরক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মোঃ শরফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,অতিরিক্ত সচিব আশরাফী আহমদ,স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশীদআলম,মহাপরিচালক (নার্সিং) রাসেদা আলম উপস্থিত ছিলেন।
নাটোরের সিভিল সার্জন ডা.রোজী আরা,গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোজাহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ নার্স লাকি খাতুন সম্মাননা স্বারক গ্রহন করেন।
এ উপলক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায়,পৌর মেয়র শাহনেওয়াজ আলী,জেলা সিভিল সার্জন ডা.রোজী আরা,গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোজাহিদুল ইসলাম,ডাক্তার,নার্স,কর্মকর্তা,কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান,পরিচ্ছন্নতা,সামগ্রীক পরিবেশ নিয়ে মতবিনিময় করা হয়। উল্লেখ্য সেবার মান শ্রেনীতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান দেশের মধ্যে ১৩ তম।
বাংলাদেশ সময়: ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain