ভিওআইপি ব্যবহারের দায়ে চার মোবাইল অপারেটরকে জরিমানা করলো বিটিআরসি
ভিওআইপি(ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) বা অবৈধভাবে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে ফোন কলের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দেশের চার মোবাইল অপারেটরকে প্রায় আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন -বিটিআরসি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির অভিযানে জব্দ করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল অপারেটরদের আবেদন, শুনানি ও পর্যবেক্ষণ শেষে এ জরিমানা করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে। তাদেরকে জরিমানার পরিমাণ ৫ কোটি টাকা। এছাড়া রবিকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি।
অপারেটরদের কাছে ইতোমধ্যে এ জরিমানার সিদ্ধান্তের বিষয়ে চিঠিও পাঠিয়েছে বিটিআরসি। যেখানে চারটি অপারেটরকেই ৩০ জুনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে অপারেটরদের আবেদন, শুনানি শেষে কমিশন এ জরিমানা করে। সব মিলিয়ে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় ৫২ হাজারের অধিক সিম জব্দ করে বিটিআরসি।
অভিযোনে অবৈধ ভিওআইপির অভিযোগে জব্দকৃত সিমের বিপরীতে বিটিআরসির প্রশাসনির জরিমানার বিষয়ে অপারেটরগুলোর আবেদনের প্রেক্ষিতে শুনানী অনুষ্ঠিত হয়।
যেখানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সভাপতিত্ব করেন। শুনানীতে অংশ নেন বিটিআরসির সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। যেখানে উপস্থিত ছিলেন মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরাও।
বাংলাদেশ সময়: ২:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুন ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain