রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে কলেজে রাখা শক্তিশালী বোমাগুলো রাতে নিস্কীয়

সাজেদুর রহমান সাজ্জাদ

১৮ জুন ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ

গুরুদাসপুরে কলেজে রাখা শক্তিশালী বোমাগুলো রাতে নিস্কীয়

‘পুলিশ পরিদর্শক ও কাউন্টার টেরোরিজম বোম ডিসপোজার ইউনিট(ডিমপি)সদস্য শফিউদ্দিন শেখ জানান,ককটেল জাতীয় ৩টি কন্টিইনার,পেট্রোল বোমার ৩টি বোতল,প্লাষ্টিকের ৩টি বিশেষ পাত্রে রাখা রাখা ক্যামিকেল রাখা ছিলো। সেগুলো দুর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে বিস্ফোরন ঘটিয়ে নিস্কীয় করা হয়েছে। প্রাথমিকভাবে বলা যাচ্ছে বোমাগুলো শক্তিশালী ছিলো। আলামত সংগ্রহ করা হয়েছে,পরীক্ষার পর জানা যাবে বোমাগুলো কতটা শক্তিশালী ছিলো।’

শনিবার(১৭জুন)রাত ১ টার দিকে বোমাগুলো নিস্কীয় করার পর সাংবাদিকদের সামনে এভাবেই ঘটনার বর্নানা দিচ্ছিলেন বোম ডিসপোজার ইউনিট(ডিমপি)সদস্য শফিউদ্দিন শেখ। এসময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার(গুরুদাসপুর-সিংড়াসার্কেল)মো.আখতারুজ্জামান,নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভুমি) মেহেদী হাসান শাকিল,গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন।

ডিএমপির কাউন্টার টেররিজম ও বোমা নিস্কীয়কারী দলটি রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। ২ ঘন্টা পর রাত সাড়ে ১২ টার দিকে তারা বিস্ফোরনের মাধ্যমে বোমাগুলো নিস্কিয় করতে সক্ষম হন। এ সময় বোমাগুলোর বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

শনিবার নাটোরের গুরুদাসপুর পৌরসদরে অবস্থিত সরকারী বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তি বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষের দরজার সামনে রাখা সাদা রঙের একটি প্লাষ্টিকের বস্তাকে ঘিরে দিনভর ছিলো বোমা আতংক। সাদা রঙের প্লাস্টিকের বস্তাটির গায়ে ৩০ কেজি আ¤্রপালী লেখা থাকলেও দুপুর ৩টার দিকে রাজশাহী থেকে আসা র‌্যাবের বোমা নিস্ক্রীয়কারী দল বস্তাটি পরীক্ষা করে। এসময় র‌্যাবের দলটি ওই বস্তায় বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তু থাকার কথা জানান। বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় র‌্যাবের দলটি নিস্ক্রীয় ডিএমপির কাউন্টার টেররিজম ও বোমা নিস্কীয়কারী দলকে বিষয়টি অবহিত করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান,বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে নিরাপত্ত্া বাড়ানো হয়েছিলো। এ ঘটনার সাথে কে বা কারা জড়িত তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্তের পর জানা যাবে। কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে।

কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান সাইদ জানান,প্রাতিষ্ঠানিক কাজে শনিবার সকালে কলেজে গিয়ে তিনি কার্যালয়ের দরজার সামনে সাদা রঙের একটি ভরা বস্তা দেখতে পান। সেখানে লেখা রয়েছেÑ‘আমরুপালী ৩০ কেজি। প্রাপক প্রিন্সিপাল,বঙ্গবন্ধু কলেজ,গুরুদাসপুর নাটোর। নিচে তার মোবাইল নম্বর লেখা ছিলো।’ বস্তাটি দেখে সন্দেহ হওয়ায় তিনি গুরুদাসপুর থানায় খবর দেন। কেউ নাশকতার উদ্দেশ্যে পার্সেলের মধ্যে বিস্ফোরক রেখেছিলো বলেও জানান তিনি।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ১০:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com