কেককাটা,র্যালী,আলোচনাসভা,দোয়াসহ নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে প্রয়াত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম মোজাম্মেল হকের বাগান বাড়িতে ওই অনুষ্ঠানমালা শুরু হয়।
![]()
চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শামসুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,বিএনপি থেকে নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত এম মোজাম্মেল হকের বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রনজু।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,গুরুদাসপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি।
এর আগে গুরুদাসপুর বাজার থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাবেক সাংসদ মরহুম মোজাম্মেল হকের বাসার সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মোজাম্মেল হকের বাগান বাড়িতে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বক্তব্য রাখেন-বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন,বিএনপি নেতা মো.আলাল সরদার,নাজিরপুর ইউনিয়ন পরিষদের বিএনপি থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.ফিরোজ আহম্মেদ,শরিফুল ইসলাম শরীফ,অ্যাডভোকেট শরিফুল ইসলাম ভোলা,আব্দুল মান্নান(শিক্ষক),মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর অঞ্জলি আফসারী,আব্দুল করিম,শাকিল হোসেন, ফেরদৌস হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় পৌরসদরসহ ৬টি ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রনজু বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবী আদায়ে সোচ্চার থাকতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এটা বিএনপির অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগন মুখিয়ে আছে।
সভাশেষে দেশ,জাতি ও দলের মঙ্গল কামনা এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ৯:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain