নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের মমতাময়ী মা জরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে..রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর।
মরহুমার স্বজন ও পরিবারসুত্রে জানাগেছে, চেয়ারম্যান আনোয়ার হোসেনের মা জরিনা বেগম দীর্ঘদিন ধরে স্টোকজনিত কারনে অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে স্বামী,একছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,মায়ের জীবদ্দশায় কোন ভুল করে থাকলে ক্ষমা চেয়ে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে সবার দোয়া চান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় আনন্দ নগর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে জানাজার নামাজ শেষে আনন্দ নগর কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে মরহুমার জানাজা নামাজে খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন,মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী,নাজিরপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী,ইউপি চেয়ারম্যান মমিন আলী,বড়াইগ্রাম পৌর মেয়র কেএম জাকির হোসেন,প্রধান মন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ সহস্রাধীক মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শ্রাবনী রায়,পৌর মেয়র শাহনেওয়াজ আলী,বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী,সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ মরহুমা জরিনা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ সময়: ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain