রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

উপজেলা সেরা প্রতিষ্ঠান চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ

সাজেদুর রহমান সাজ্জাদ

২৭ সেপ্টেম্বর ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

উপজেলা সেরা প্রতিষ্ঠান চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ

সরকার ও শিক্ষামন্ত্রনালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহে এবছর নাটোরের গুরুদাসপুরে উপজেলায় সেরা প্রতিষ্টানের স্বীকৃতি পেয়েছে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ। মঙ্গলবার শেষ বিকালে উপজেলার ডিজিটাল শিক্ষা ভবন অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিষ্ঠান প্রধানের হাতে ওই স্বীকৃতির সনদ ও স্ক্রেষ্ট প্রদান করা হয়।

আয়োজক সুত্র জানায়,জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন করে। এর আগে প্রতিবছর স্কুল,কলেজ,কারিগরী ও মাদ্রাসা এই চার শ্রেনীর শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ টি ক্যাটাগরীতে শ্রেষ্ট নির্বাচিত করতে সাব কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা ১শ নম্বরের মুল্যায়নের আলোকে সেরাদের নির্বাচিত করেন।আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের স্ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শ্রাবনী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি মো.আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার,একাডেমীক সুপার ভাইজার বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজয়ী প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মো.জালাল উদ্দিন বলেন,শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্ময় এবং তাদের আন্তরিকতায় এ বিদ্যাপীঠটি একটি আলোকিত প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠান অতীত সুনাম ধরে রেখেছে। এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে।শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি তাদের দায়িত্ব ও দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,তিনি সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মান ধরে রেখে অবকাঠামো উন্নয়ন,ডিজিটাল শ্রেনী কার্যক্রম,ঝরে পরা রোধ,ক্রীড়া,সাংস্কৃতিসহ সকলক্ষেত্রে সমগুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন। এ অর্জন তারই সাক্ষ্য বহন করে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার জানান,প্রতিবছর ১৬ শ্রেণীতে শ্রেষ্ট নির্বাচিত করতে সাব-কমিটি গঠন করা হয়। তাদের মুল্যায়ন প্রতিবেদনের আলোকে শ্রেষ্ট নির্বাচিত করা হয়। নির্বাচিতদের একটি স্ক্রেষ্ট ও একটি সম্মাননা সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৪:১২ অপরাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com