“নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপি’র জেষ্ঠ্য আহ্বায়ক মো. আব্দুল আজিজ বলেছেন,বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আমজনতা নিরাপদে থাকবে। সকল ধর্মের মানুষ সমঅধিকার পাবে। দেশের টাকা বিদেশে পাচার হবে না,দেশের টাকায় দেশের উন্নয়ন হবে।”-গতকাল রাতে মশিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে শীষের প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি ওই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,পৃথিবীর ইতিহাসে তারেক রহমানই একমাত্র ব্যক্তি যার বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী। তার প্রনীত ৩১ দফা বাস্তাবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্নীত হবে। তিনি দাবী করেন,শত হামলা,মামলা,নির্যাতন সয়ে বিএনপিকে সংগঠিত করে রেখেছি। তার মুল্যায়ন হিসাবে দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন প্রত্যাশী কেউ কেউ বলেন- টাকা দিয়ে মনোনয়ন কিনে এ আসনে বিএনপির প্রার্থী হবেন। তাদের আশায় গুড়ে বালি। আবার বিশেষ একটি দল তাদের প্রার্থীকে ভোট দিলে জান্নাত মিলবে বলে অপ-প্রচার চালাচ্ছে। তাদের মিষ্টি কথায় কেই বিভ্রান্ত হবেন না। যে দল বাংলাদেশই চায়নি তারা বাংলার মসনদ চায় কিভাবে? তাঁকে নির্বাচিত করতে নেতা-কর্মী,ভোটারদের সমর্থন চেয়ে বলেন,নির্বাচনের আগ পর্যন্ত কষ্ট করুন। নির্বাচিত হলে আমি ৫ বছর অতদ্র প্রহরী হয়ে এলাকার মানুষকে নিরাপত্তা দেবো।
জানাগেছে, উপজেলার মশিন্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি বামনকোলার নুর মামুদ সরকারের চাতালে ওই প্রচারনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, পৌর বিএনপির সদস্য সচিব সুফী আবু সাঈদ, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মাদ আলী,মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপজেলা ওলাম দলের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক এম, সময় হাসান,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব, সদস্য জিয়াউল হক জিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাঙা মোল্লা ও সেলিম রেজা,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে আব্দুল আজিজ ফিতা কেটে মশিন্দা বাজারে তারেক রহমান জনতা ক্লাব উদ্বোধন করেন।
উল্লেখ্য- আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রর্থী হিসেবে নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।
নাটোর-৪ আসনটি গুরুত্বপুর্ন আসন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত এম মোজাম্মেল হক। এরআগে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে জয় পায় আওয়ামীলীগের আব্দুল কুদ্দুস। তার মৃত্যুর পর উপনির্বাচন ও দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে জয় পায় আওয়ামীলীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুল আজিজ।
বাংলাদেশ সময়: ৫:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫
gurudaspurbarta.com | MD. Faruk Hossain