রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার..

০৯ ডিসেম্বর ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

গুরুদাসপুরে হত্যাচেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরের শ্যামপুরে ইটভাটা শ্রমিক হত্যাচেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে হালসা-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর মাদ্রাসার পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে আবু তাহের,মোবারক হোসেন, সামসুল হক, আব্দুল খালেক মাসুদ রানা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ নভেম্বর উপজেলার নাজিরপুরের শ্যামপুরে আরিফুল,রাশিদুল,সালায়েত হোসেন,নজরুল ইসলাম ও হালিমা বেগমের নেতৃত্বে একদল দুস্কৃতকারী সাইদুল ইসলাম নামের এক দিনমুজুরকে হাতুড়ি দিয়ে এলোপাথারী পেটায়। এতে সাইদুলের দুই পা,বাম হাত ভেঙ্গে যায় ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে পুকুরে ফেলে হত্যা নিশ্চিতের চেষ্টা করে বলেও মানববন্ধনে দাবী করা হয়।


স্থানীয়রা সাইদুলকে উদ্ধার করে প্রথমে নাটোর ট্রমা সেন্টার ও হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকার বিডিএম হাসপাতালে চিকিৎসাধীন নেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মাসুদ রানা বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলেও জানান তারা। হত্যা চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মামলার বাদী মাসুদ রানা জানান, তার বাবা সাইদুল ইসলামকে হত্যা চেষ্টাকারী আরিফুল,রাশিদুল,সালায়েত হোসেন,নজরুল ইসলাম ও হালিমা বেগমের নেতৃত্বে একদল দুস্কৃতকারী হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা গুড়িয়ে দিয়েছে। জামিনে এসে তারা মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
অভিযুক্ত হালিমা বেগম অভিযোগ অস্বীকার করে জানান,তারা একে অপরের নিকট আত্বীয়। মামলা তুলে নিতে চাপ কিংবা প্রাণনাশের হুমকির বিষয়টি মিথ্যা।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আকবর হোসেন জানান,ওই মামলায় একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যরা জামিনে রয়েছেন। মামলা তুলে নিতে চাপ বা প্রাণনাশের অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৪:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com