রবিবার ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার..

১০ ডিসেম্বর ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ

গুরুদাসপুরে মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মসজিদ ভিক্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যায়ে ৫৬৪ টি উপজেলায় মডেল মসজিদ তৈরী করছে সরকার। ইতিমধ্যে ৩৫০টির নির্মান কাজ শেষ হয়েছে। মসজিদে মুসল্লী না থাকা কিয়ামতের লক্ষন। মসজিদ জীবন্ত রাখার দায়িত্ব আপনাদের। মসজিদ ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়লে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।

নাটোরে গুরুদাসপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নবনির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে তিনি ওই কথাগুলো বলেন। বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে অন্তবর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খলিদ হোসেন মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল মসজিদের প্রকল্প পরিচালক আসাদুজ্জামান ভুইয়া,নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব,গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানাগেছে, তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানচর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে গুরুদাসপুর উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তর এটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
৯০ ফুট উচ্চতার একটি মিনার এবং চার গম্বুজ বিশিষ্ট ৩ তলা এ মসজিদে রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এর নির্মানে ব্যয় হয়েছে ১৪ কোটি ৮২ লক্ষ টাকা। এসব মডেল মসজিদে পুরুষ,মহিলা ও প্রতিবন্ধী জন্য পৃথক নামাজের জায়গা,ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থাকবে। এছাড়াও ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, এতিমখানা, মৃতদেহ গোসল, বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরী, কনফারেন্স রুম, গেস্ট রুম, ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জন্য আবাসিক ব্যবস্থা পার্কিং প্লেস ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, এ মসজিদে একসাথে ৯৫০ জন মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। এরমধ্যে আলাদা প্রবেশপথসহ ১২০ জন মহিলার নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের তৃতীয় তলাতে ওযু ও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com