ছেলেটার বিজ্ঞানের উপর প্রচন্ড ঝোঁক
আজকাল কৃষ্ণগহ্বর নিয়ে মেতেছে।
সে নাকি সব গ্রাস করে নেয়।
সেখানে সব কিছুই হারিয়ে যায়।
কোনো একসময় নাকি পৃথিবীও সেখানে হারিয়ে যাবে।
আমি শুধু শুনি আর অপলক চেয়ে থাকি।
কি করে বোঝাই,এমন একটা কৃষ্ণগহবর আমার বুকেও আছে।
যেখানে সমস্ত স্বপ্ন,সুখ,আশা-ভালবাসা হারিয়ে গেছে কাউকে না জানিয়েই।
শুধু দুঃখ আর বঞ্চনা ছাড়া…
সময়ের হাত ধরে আয়ুর গন্ডি পেরিয়ে
একদিন বিস্মৃতির অতলে চলে যাবো।
মহাকালের বুকে হয়তো চিন্হও রবে না।
যে আমি অমরত্বের লোভে
গৃহত্যাগী জোসনার নিমন্ত্রণকে উপেক্ষা করেছিলাম।
সেই আমি আজ জানলাম,সময় আসলে কারুরই নয়।
ক্ষয়ে যাওয়া মানুষ
অপেক্ষা আর উপেক্ষায় নিঃশেষিত হয় বারংবার
বুকে নিয়ে কৃষ্ণগহবর।
বাংলাদেশ সময়: ১০:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain