আগামী ২৯জুন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) বিকেল ৫টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। এসময় ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।
আগামী ২৯জুন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য নেতাকর্মিদের নির্দেশ প্রদান করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
বাংলাদেশ সময়: ৭:১২ অপরাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain