নাটোরের বাগাতিপাড়ায় ৬মাসের সাজা প্রাপ্ত পালাতক আসামীসহ ৪ জনকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। সোমবার সন্ধায় ও রাতে তাদের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশ উপজেলার তমালতলার হাজীপাড়া গ্রামের রাকসেদের ছেলে হাসান বিন রুস্তুম ওরফে মজনুকে আটক করে। হাসান বিন রুস্তুম ওরফে মজনুর বিরুদ্ধে চেক ডিজোনার মামলায় ৬ মাসের সাজা প্রদান করেছিলেন আদালত। এছাড়াও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বিহারকোল বাজার সংলগ্ন মৃত শহীদ মোল্লার ছেলে তুষার মোল্লা (২৬), আব্দুস ছালামের স্ত্রী মোছা আমেনা বেগম (৬৫) এবং নারী নির্যাতন মামলায় শেখপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেল সাহাবুল আলম (৪০) কে আটক করে থানা পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলে, । গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামীকে আটক করা হয় এবং ওই দিন রাতেমাদক ও নারী নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আরও ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার নাটোর আদালতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ৮:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain