নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজীর হাট এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারীও।
বুধবার দুপুরে উপজেলার হাজীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জুরুল আলম (২৬) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বট্রমাঝুরিয়া গ্রামের শামছুল আলমের ছেলে। ট্রাকটি নং সিরাজগঞ্জ ড-১১-০৬৬৬।
পুলিশ জানায়, নাটোর হতে সিরাজগঞ্জ গ্রামী ট্রাকটি হাজীর হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মুঞ্জুরুল আলম নিহত হন।
এসময় চালকের সহযোগীও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় চালকের সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরন করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ৭:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain