গুরুদাসপুরে পৌর যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে পৌরসদরের ড.জোহা কলেজ রোডের হাওয়া বাজারে ওই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবীদ আজাদ মাষ্টার।
আয়োজকসুত্রে জানাগেছে,মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের অংশ হিসাবে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মোল্লার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ কুদ্দুস শোভন,জেলা আ.লীগের সাবেক সদস্য রবিউল ফকির,পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম,আ.লীগ নেতা শেখ মোঃ আলমগীর,আ.লীগ নেতা শরিফুল ইসলাম শরিফ,মাসুদ সরকার,সুলতান আহম্জামেদ,জামান সরকার,হিরো শেখ প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ৮:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৭ আগস্ট ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain