নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামাত জোটের সহযোগী সংগঠনের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ওই কর্মসুচি পালন করা হয় বলে আয়োজকসুত্রে জানা গেছে।
বুধবার (১৭ আগষ্ট ) বিকাল ৫ টায় পৌরসদরের দলীয় কার্যালয় কাচারী পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁচকৈড় বাজারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসেই শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলাল শেখ,আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,রেজাউল করিম সবুজ। উপস্থিত ছিলেন মশিন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জেলা আ.লীগের সাবেক সদস্য আলহাজ আব্দুর রহিম মোল্লা ও রবিউল করিম ফকির,পৌর আ.লীগের সি.সহ সভাপতি রাজ কুমার কাশি,পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান খলিফা,মাসুদ সরকার,আ.লীগ নেতা আলমগীর শেখ,উপজেলা ছাত্রলীগ সভাপতি বাঁধন শেখ,সম্পাদক সুভাষীস কবির প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সালে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে। তার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ নাশের চেষ্টাও করেছে বারবার কিন্তু সফল হয়নি। বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় সেসব জঙ্গী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মেও মানুষ শান্তিতে রয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন জনগনের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র প্রতহত করতে আ.লীগ ও সহযোগী সংগঠন সোচ্চার রয়েছে বলেও তারা জানান।
উল্লেখ্য- ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন জঙ্গিরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীসহ ৬৩ জেলার সাড়ে চারশ স্থানে পাঁচশ বোমা বিস্ফোরণ ঘটায়।
বাংলাদেশ সময়: ৯:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৭ আগস্ট ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain