নাটোরের গুরুদাসপুরে বিপন্ন প্রজাতির একটি পাতি সরালী ও দুইটি সাদা বাটান পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন ডা.আমিরুল ইসলাম সাগর। বৃহস্পতিবার শেষ বিকেলে একটি বেসরকারী ক্লিনিকের ছাদে পাখিগুলো অবমুক্ত করা হয়। আর পাখি উদ্ধার করে দেয়া এক ভ্যান চালককে পুরস্কৃত করা হয়েছে।
জানা যায়, উপজেলার চাঁচকৈড় হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিবেশকর্মী ডা.আমিরুল ইসলাম সাগরকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের ভ্যান চালক শামীম আহমেদ ফোনে তার বাড়ির সামনে বিরল প্রজাতির ৩টি পাখি বিক্রির খরব জানান। পরে ডাক্তার সাগর ব্যস্ততার কারনে ভ্যান চালককে পাখিগুলো উদ্ধার ও শিকারীকে আটক করতে বলে। এছাড়াও পাখিগুলোকে উদ্ধার করলে তাকে টাকা পুরস্কারের ঘোষনা দেন।
পরে ভ্যানচালক পাখি শিকারীর গতিবিধি লক্ষ্য করতে থাকলে শিকারী পাখিগুলো ফেলে পালিয়ে যায়। পাখিগুলোকে উদ্ধার করে ভ্যান চালক শামীম ডাক্তার সাগরের কাছে নিয়ে এলে ক্লিনিকের ছাদে পাখিগুলো অবমুক্ত করা হয়। ভ্যান চালককে পুরস্কৃত করা হয়েছে বলেও জানা গেছে।
ডা.সাগর জানান, ছোট বেলা থেকেই তিনি পাখি প্রেমী। তিনি পরিবেশ কর্মীও। নিজের ভালোলাগা ও দায়িত্ববোধ থেকেই তিনি পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করেন।
বাংলাদেশ সময়: ৬:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain