নাটোরের গুরুদাসপুরে স্বর্ণ শিল্প শ্রমিক সমিতির উদোগে মে দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে চাঁচকৈড় বাজারে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সংগঠনের সভাপতি খোকন হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকসুত্রে জানাগেছে,স্বর্ন শিল্প শ্রমিকদের অধিকার আদায়ে এ সংগঠন কাজ করছে। মালিকদের কাছ থেকে শ্রমিকদের ন্যায্য মুজুরী আদায়,মালিক-শ্রমিকদের সম্পর্ক উন্নয়ন তাদের সংগঠন সব কাজ করছে।
সভাপতি খোকন হালদার জানান,শ্রমিকদের শ্রমে ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। কিন্তু অনেকাংশে শ্রমিকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত থাকেন। অনেক মালিক আছেন যারা সময় মতো শ্রমিকদের মুজুরী পরিশোধ করেন না। মালিক ও শ্রমিক একে অন্যের পরিপুরক। অনেকটা শরীরের মতো। শরীরের এক অঙ্গ অসুস্থ্য হলে অন্য অঙ্গও যেমন কাজ করার শক্তি হারিয়ে ফেলে তেমনই। মালিকরা ভালো থাকতে হলে শ্রমিকদেরও ভালো রাখতে হবে। আবার মালিকদের চাহিদা অনুসারে শ্রমিকদের কাজ করা,তাদের অর্ডার সময়মতো বুঝিয়ে দেয়াও শ্রমিকদের দায়িত্ব। আমরা সবাই মিলেই আমাদের স্বর্ন শিল্পকে বাচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
আলোচনা সভায় সভাপতি খোকন হালদার ছাড়াও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,সাংগঠনিক সম্পাদক আর এ নীল,কষাধ্যক্ষ মিলন কুন্ডু। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain