প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের সুফল ঘরে ঘরে পৌছে দিতে ইন্টারনেট সংযোগ,মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন,ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন,নদীর নাব্যতা ফিরিয়ে দেয়া,কৃষি ব্যবস্থার আধুনিকায়ন,কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন,চলনবিল পর্যটন কেন্দ্র গড়ে তোলা,যুব সমাজের অবক্ষয় রোধ করে তাদের খেলাধুলার ও প্রশিক্ষনের ব্যবস্থা,মাদক মুক্ত সমাজ গঠনে কাজ করতে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু।
নাটোর-৪ আসনে(গুরুদাসপুর-বড়াইগ্রাম)নৌকার মনোনয়ন পেলে গ্রামে গ্রামে অভিযোগ বাক্স স্থাপন ও মানুষের চাহিদার বিষয়ে অবগত হয়ে সে অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রনয়ণ, জীব বৈচিত্র রক্ষা,ধর্মীয় সাম্প্রদায়িকতা রোধ,সংসদীয় আসনে গ্যাস সংযোগ ও রেল লাইনের সাথে যুক্ত করতে চান ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ’ একটি চায়নিজ রেস্তোরায় মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ড তাঁর এমপি প্রার্থীতা ঘোষনা দেন।
সুব্রত কুমার কুন্ডু আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কার্যকরী সদস্য। তরুন মেধাবী সুব্রত কুমার কুন্ডু ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
ওই মতবিনিময় সভায় এমপি প্রার্থী সুব্রত কুমার কুন্ডু বলেন,পারিবারিকভাবে তাঁরা বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তার ছোট ভাই প্রভাষক সেবক কুমার কুন্ডু গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
এর আগে ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন.পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, পদ্মাসেতু, যমুনা রেল সেতু, কর্নফুলী ট্যানেল নির্মাণ,ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দান করে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
বিএনপি- জামায়াত জোটের সমালোচনা করে বলেন, তারা বিদেশী প্রভুদের হাতধরে ক্ষমতায় আসতে চায়। তাদের আগুন সন্ত্রাসের যুগে মানুষ ফিরতে চায় না বলেই আগামীতে এদেশের জনগন আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
সংবাদ সম্মেলনে সুব্রত কুমার কুন্ডুর পিতা ননী গোপাল কুন্ডু,চাচা সহকারী অধ্যাপক উত্তম কুমার কুন্ডু,ছোট ভাই সেবক কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain