রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মানহীন কিটনাশকে ক্ষতিগ্রস্থ কৃষক

বিকালে সংবাদ সন্ধ্যায় কৃষকের পাশে কর্মকর্তা

সাজেদুর রহমান সাজ্জাদ

২৭ অক্টোবর ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ

বিকালে সংবাদ সন্ধ্যায় কৃষকের পাশে কর্মকর্তা

নটোরের গুরুদাসপুরে ভেজাল ও নিম্নমানের কীটনাশকে বাজার সয়লাব। কৃষকরা মানহীন এসব কীটনাশক জমিতে দফায় দফায় প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না। এ বিষয়ে শুক্রবার বিকালে একটি প্রতিবেদন প্রকাশিত হলে সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পরামর্শ দিতে হাজির উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে গুরুদাসপুর পৌরসদরের আনন্দ নগর মহল্লার স্কুল মোড়ে অন্তত ৩০ জন কৃষকদের সাথে মতবিনিময় করে ফসলের রোগ নির্নয় ও কিটনাশক ব্যবহারবিধি সম্পর্কে ওই পরামর্শ দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান। এসময় তার সাথে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ফসলের জন্য সঠিকভাবে রোগ নির্ণয়, সঠিক সময়ে সঠিক মাত্রায় বালাইনাশক প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্থ কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে বালাইনাশক প্রয়োগ করলে সমস্যা হতো না।

তিনি আরও জানান ক্ষতিগ্রস্থ ওই কৃষকরা ধানের জমিতে নিষিদ্ধ এমন কিটনাশক ব্যবহার করেছেন বলে মনে হচ্ছে। এরসাথে ওই কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ না নিয়ে নিজেদের চাহিদায় বিক্রেতাদের পরামর্শে কিটনাশক কিনে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে যে কোন পরিস্থিতিতে তিনি কৃষি বিভাগের পরামর্শ নিতে কৃষকদের পরামর্শ দেন।

ক্ষতিগ্রস্থ কৃষক আনোয়ার হোসেন,আব্দুর রহিম,সাহাবুদ্দিনসহ উপস্থিত সবাই কুষি কর্মকর্তার পরামর্শে সন্তোষ প্রকাশ করেন ও তাদের ভুল বুঝতে পারেন। দ্রুততম সময়ে তাদের পাশে কর্মকর্তার উপস্থিতি ও পরামর্শে তারা উপজেলা কৃষি বিভাগকে ধন্যবাদও জ্ঞাপন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ জানান, মানহীন কিটনাশক কৃষকদের ক্ষতির সংবাদটি তার নজরে আসলে প্রকৃত ঘটনা জেনে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার নেতৃত্বে একটি টিম কৃষকদের সাথে সমন্ময় করতে পাঠিয়েছেন। তিনি আশা করছেন কৃষকরা এতে উপকৃত হবেন।

উল্লেখ্য-শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে গুরুদাসপুর পৌরসদরের আনন্দ নগর মহল্লার আনোয়ার হোসেন,আব্দুুর রহিম,ইয়াছিন আলী, মইনুল প্রাং,সাহাবুদ্দিনসহ আন্তত ১০জন কৃষক ব্যবহৃত নিন্মমানের কিটনাশকের বাতল ও মোড়ক হাতে প্রতিবাদ জানিয়ে বলেন,তারা ধানের পাতা মোড়ানো, মাজরা ও লেদাপোকা দমনে বারবার কিটনাশক প্রয়োগে প্রতারিত এবং ক্ষতিগ্রস্থ হলেও সুফল মিলছে না।

শুধু পোকা দমনই নয়,আগাছা পচানো কিংবা আগাছা পোড়ানোর কাছে ব্যবহৃত কিটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে কাঙ্খিত সুফল পাচ্ছেন না বলেও দাবী তাদের। ভেজাল ও নিন্মমানের বীজ,সার ও কিটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন তারা।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৯:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com