আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড়-এ ‘ওহী ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার’ নামে একটি বেসরকারী ক্লিনিকের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টায় কেক ও ফিতা কেটে ওই ক্লিনিকের উদ্বোধন করেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী।
আয়োজকসুত্র জানায়,স্বল্প খরচে আধুনিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ক্লিনিকটি যাত্রা শুরু করেছে। চাঁচকৈড় বাজারস্থ কাঠ হাটায় ওহী ক্লিনিকটি বিশেষজ্ঞ চিকিৎসক,দক্ষ টেকনিশিয়ান ও অভিজ্ঞ সেবিকার তত্বাবধানে সার্বক্ষনিক খোলা থাকবে। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার রবিউল করিম শান্ত’র তত্বাবধানে ক্লিনিকটি রোগীদের পরিপুর্ন সেবা দিতে প্রস্তুত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষাবীদ ইসমাইল হোসেন,অধ্যক্ষ(সাবেক)ইব্রাহীম হোসেন,কাউন্সিলর রাশিদুল ইসলামসহ রাজনীতিবিদ,সাংবাদিক,জনপ্রতিনিধি,সুধীজন,ক্লিনিকের,কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, মানবসেবা,উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ওহী ক্লিনিক যে যাত্রা শুরু করলো সে যাত্রায় গরীব অসহায় রোগীরা যেন অল্প মুল্যে বিশেষক্ষেত্রে বিনামুল্যে সেবা পান তার ব্যবস্থা রাখতে হবে।
বাংলাদেশ সময়: ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain