‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামীর শিক্ষানবিশ তরুন ও যুব সমাজকে অগ্রনী ভুমিকা রাখতে হবে। সে লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশে সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে লেখাপড়ার বিকল্প নেই। যাদের হাতে আগামীর বাংলাদেশ তাদের যোগ্য করে গড়তে শিক্ষকদের আন্তরিক হতে হবে। তার আগে অভিভাবকদের সচেতন ও সন্তানদের প্রতি যত্বাবান হতে হবে।’
নাটোরের গুরুদাসপুর পৌরশহরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ বক্তারা ওই কথাগুলো বলেন।
শনিবার(৩০ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্তরে ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন-গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্টানের সভাপতি আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ, শিক্ষাবীদ ও প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য সাজেদুর রহমান সাজ্জাদসহ সুধীজন,শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সহকারী প্রধান শিক্ষক আফসার আলীর সঞ্চালনায় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জালাল উদ্দিন শুক্তি’র সার্বিক ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠানে স্কুল সেরাসহ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত প্রতিটি শ্রেনীর সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ৮:৪৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain