নাটোরের গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে কলেজ মাঠে ফিতা কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
নানা প্রজাতীর বাহারী নাম ও স্বাদের শীতকালিন পিঠা উৎসবে কলেজ চত্তর ছিলো মুখরিত। এ উপলক্ষে কলেজ চত্তরে বসেছিলো বিভিন্ন নামের ৬টি স্টল। উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের তৈরী পিঠার স্টলসমুহ ঘুরে ঘুরে দেখেন ও স্বাদ গ্রহণ করেন।
পিঠা উৎসব উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের সাবেক দুই ভিপি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা। বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আব্দুর রশীদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা।
অনুষ্ঠানস্থল রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পিঠা উৎসবে ছিল প্রাণের জোয়ার। এই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।প্রতিবছর এমন আয়োজন করার দাবী ছিলো পিঠাপ্রেমী দর্শকদের।
বাংলাদেশ সময়: ৬:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain