ষষ্ঠ উপজেলা পরিষদের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের গুরুদাসপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় অংশ নেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সালমা আক্তারের সভাপতিত্বে ওই সভায় পৌরমেয়র মো. শাহ নেওয়াজ আলী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, অফিসার ইনচাজর্ (ওসি) উজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, মনিরুল ইসলাম দোলন, আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, আব্দুল বারী ও মাহাবুবুর রহমান বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। দিনটিকে স্মরনীয় করে রাখতে উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী কর্মি-সমর্থকদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain