গুরুদাসপুরে পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু কোন সরকারী স্থাপনা কিংবা ব্যক্তিগত আক্রোশে কারো বাড়ি-ঘরে হামলা না চালানোর আনুরোধ করেন। নেতা-কর্মিদের শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি জানান,আওয়ামী সরকারের দুঃশাষন,হামলা,মামলার কারনে এলাকায় আসতে বাধার সম্মুখিন ছিলেন তিনি। বাসায় থাকতে দেয়া হয়নি,দলীয় এমনকি সামাজিক পারিবারিক কোন কর্মসূচী পালন করতে পারেননি। মনে হচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। দেশনেত্রী মুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেই নেতা-কর্মিদের ত্যাগ সার্থক হবে।
মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ফেরার পথে উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় তাঁকে ফুল দিয়ে বরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা শেষে নিজ বাসভবনে নেতা-কর্মিদের উদ্দেশ্যে তিনি ওই কথাগুলো বলেন।
আয়োজক সুত্র জানায়,আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর বিএনপি ও সংযোগী সংগঠনের নেতা-কর্মিরা উচ্ছসিত। এরই মধ্যে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার বার্তা এসেছে। এই শুভক্ষনে গুরুদাসপুরের জননন্দিত নেতা ও পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান নেতা-কর্মিদের মাঝে ফিরে আসায় তারা উজ্জিবিত হয়ে তাকে বরণ করতে ওই আয়োজন করেছেন।
কাছিকাটা টোলপ্লাজায় মশিউর রহমান বাবলুকে বরণ শেষে মোটর সাইকেল শোভাযাত্রাটি নয়াবাজার গুরুদাসপুর হয়ে চাঁচকৈড় বাজার প্রদক্ষিন শেষে তার বাস ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অন্তত ৩শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা সুফি সাইদ,কাউন্সিলর সামসুর রহমান,জাহিদ মোল্লা,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন হাসান,বিয়াঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান,ব্যাবসায়ী জাহিদুল ইসলাম,যুবনেতা সেলিম শাহ,আব্দুল মালেকভুলুসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain