নাটোরের গুরুদাসপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধারাবারিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১৫ আগষ্ঠ) বেলা ৪টার দিকে উপজেলার নয়াবাজার বিশ্বরোড মোড়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা শত শত মোটর সাইকেল শোভাযাত্রা শেষে আলোচনা সভায় যোগ দেন। শোভাযাত্রাটি নয়াবাজার থেকে কাছিকাটা,চাঁচকৈড়, গুরুদাসপুর হয়ে পুনরায় নয়াবাজারে এসে মিলিত হয়। পরে ধারাবারিষা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান হেনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুল আজিজ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, প্রধান বক্তা ছিলেন-পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু,জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাব্বির হোসেন চপল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল সরকার,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শেখ প্রমুখ।
বক্তারা স্বৈরাচার সরকার শেখ হাসিনা কর্তৃক বিএনপির নেতাদের উপর জুলুম,নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন,অচিরেই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রিয় ক্ষমতায় ফিরবে।
শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত,বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ৯:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain