বিএনপি কোন অনৈতিক কর্মকান্ড সমর্থন করে না। দলীয় নেতা-কর্মিদের অপকর্মের প্রমান পেলে ছাড় দেয়া হবেনা। আওয়ামীলীগ সরকার আমলে যারা নাটোরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার করা হবে। পলাতক ভোট চোর সরকার ১৭ বছরে গোটা দেশকে কারাগার বানিয়ে বিএনপি নেতা-কর্মিদের জেলে পাঠিয়েছে। আওয়ামীলীগ ইসরাইলী কায়দায় বিএনপি নেতা-কর্মিদের গুম করেছে-হত্যা করেছে। আগামী নির্বাচনে বিজয় না আসা পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে।
নাটোরের গুরুদাসপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে-সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওই কথাগুলো বলেন।
গুরুদাসপুর উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৪ টার দিকে উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ।
জানা যায়,অনুষ্ঠান সফল করতে বৃষ্টি উপেক্ষা করে স্থল ও জলপথে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মি সভায় যোগ দেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলোম, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দুলাল সরকার,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও শহিদুল ইসলাম শেখ প্রমুখ।
বক্তারা স্বৈরাচার সরকার শেখ হাসিনা কর্তৃক বিএনপির নেতাদের উপর জুলুম,নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন,অচিরেই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রিয় ক্ষমতায় ফিরবে।
শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থ্যতা,নিহতদের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ৭:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain