নাটোরের গুরুদাসপুরে পরিবেশ ও বন উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বনজ,ফলজ ও ঔষধি গাছের ৬০০ চারা বিতরণ করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ ও ছাত্র প্রতিনিধি খালিদ হাসান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার, পরিবেশ বিরোধী ক্ষতিকর পলিথিন নিষিদ্ধের আইনের কার্যকরী প্রয়োগ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপন কার্যক্রম চলমান রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ৩:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain