রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১০ শিক্ষার্থী জখম

সাজেদুর রহমান সাজ্জাদ

২১ জুন ২০২২ ৫:৪০ অপরাহ্ণ

গুরুদাসপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১০ শিক্ষার্থী জখম

গুরুদাসপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১০ শিক্ষার্থী জখম

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষকের বেত্রাঘাতে অন্তত ১০ জন শিক্ষার্থী জখমের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(২১ জুন) সকাল ১১ টার দিকে ওই ঘটনা ঘটেছে। অভিভাবকরা দোষী শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।

জানাগেছে,কাছিকাটা স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবনের নবম শ্রেনীর শিক্ষার্থীরা ক্লাশ দাবী করে। এতে ওই প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আব্দুর রউফ ক্ষিপ্ত হয়ে ক্লাশ দাবী করা শিক্ষার্থীদের নির্মমভাবে বেত্রাঘাত করেন। এতে মমিন,তন্ময়,সোহাগ,তনয়,রুবেল,শ্রাবনসহ অন্তত ১০ শিক্ষার্থীর পীঠের পেছনে,হাত,কোমরসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন এবং আসুস্থ হওয়ার সত্যতা মিলেছে।

শিক্ষকের বেত্রাঘাতের আহত নবম শ্রেনীর শিক্ষার্থী মমিন জানান,অন্য শিক্ষার্থীদের সাথে সেও নতুন ভবনে ক্লাশ দাবী করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকেসহ ৮/১০জনকে বেদম পিটিয়েছে ধর্মীয় শিক্ষক আব্দুর রউফ স্যার।

আহত শিক্ষার্থীর পিতা মকলেছুর রহমান সরকার বলেন,তিনি ছেলেকে শিক্ষার জন্য পাঠিয়েছেন। তাঁর সন্তান যদি কোন অন্যায় করে থাকে বিষয়টি তাকে অভিহিত না করে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি ঘটনার সাথে সংশ্লিষ্ঠ শিক্ষকের বিচার দাবী করেন।

ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ ও অষ্টম শ্রেনীর শিক্ষার্থী আকাশ,রাফি,সজিব,সিমরানসহ অন্তত ১০ জন শিক্ষার্থী অভিযোগ করে বলেন,সোমবার (২০ জুন) পুরাতন ভবন থেকে নতুন ভবনে বসার আসন(ব্রেঞ্চ) নিয়ে যেতে দেরী হওয়ার অজুহাতে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের বেদম পিটিয়েছেন ওই শিক্ষক আব্দুর রউফ। মাঝে মধ্যেই তুচ্ছ ঘটনায় ওই শিক্ষক অকথ্য ভাষায় গালমন্দ করাসহ নির্দয়ভাবে পিটান। অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফের অপসারন চেয়ে তারা ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছে বলেও জানায়।

অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফ বলেন,ওই ছাত্রগুলো বেয়াদব। প্রতিষ্টানের শৃঙ্খলা পরিপন্থি কাজের সাথে যুক্ত। প্রতিষ্টানের আসবাবপত্র ভাংচুরের সাথে তারা সংশ্লিষ্ট বলে তাদের শাষন করা হয়েছে মাত্র।

কাছিকাটা স্কুল ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান,তিনি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে রাজশাহী রয়েছেন। বিষয়টি তিনি জেনেছেন,ক্লাশে বেতের ব্যবহার সরকার নিষিদ্ধ করেছেন। যদি ওই শিক্ষক ঘটনার সাথে সংশ্লিষ্ট থেকে থাকেন তাহলে তিনি কাজটি অন্যায় করেছেন। তিনি বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করবেন বলেও জানান।

প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)তমাল হোসেন জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে ওই শিক্ষকের সংশ্লিষ্ঠতা প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com