রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুর পৌর ও উপজেলা আ.লীগের কমিটিতে ত্যাগীরাই স্থান পাবেন

সাজেদুর রহমান সাজ্জাদ

২২ জুলাই ২০২২ ৮:২১ অপরাহ্ণ

গুরুদাসপুর পৌর ও উপজেলা আ.লীগের কমিটিতে ত্যাগীরাই স্থান পাবেন

নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে উপজেলা ও পৌর আ.লীগের নেতা-কর্মিরা উচ্ছসিত। এরই মধ্যে দলটি বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে নেতা-কমিদের দুরত্ব প্রশমিত করা,আত্মসমালোচনাসহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঘর গোছাতে ব্যস্ত। তারই ধারাবাহিকতায় পৌর আ.লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সুত্রে জানা গেছে,পৌর আ.লীগের সি.সহসভাপতি রাজকুমার কাশির সভােপতিত্বে শুক্রবার বিকাল ৪ টায় শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ অডিটরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজের সঞ্চালনায় ওই সভার আহবায়ক ও বিশেষ বক্তা ছিলেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব। সভায় পৌর আ.লীগের কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা-কর্মি উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, আগামী সেপ্টেম্বরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে ত্যাগীরাই স্থান পাবেন। তারা দলীয় গ্রুপিংয়ের কথা স্বীকার করে জানান,আজ আ.লীগের প্রতিপক্ষ আ.লীগ। এমন অবস্থা দলের জন্য অসুভ বার্তার ইঙ্গিত করে। কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আসা নতুন নেতৃত্বকে গ্রুপিংমুক্ত করতে বিশেষ দায়িত্ব নিতে হবে। দলকে সংগঠিত করতে অগ্রনী ভুমিকার চ্যালেঞ্জ নিতে কাজ করতে হবে। তারা জেলা সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের নেতৃত্বে দলকে গতিশীল ও সকল প্রতিবন্ধকতা জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেখ মো: আলমগীর হোসেন,আব্দুর রহিম মোল্লা,রবিউল করিম ফকির,আবুল কাশেম,আব্দুল মতিন,ফজলুর রহমান,মোবারক হোসেন,জামান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পৌর আ.লীগের প্রয়াত সদস্যদের স্বরণে শোক প্রস্তাব,বর্তমান কমিটির ৬ জন সদস্যের মৃত্যুতে তাদের শুন্য পদে নতুন সদস্য নিয়োগ,জাতীর জনক ও তার সহধর্মিনীসহ স্বাধীনতা ও গনতান্ত্রিক আন্দোলনে শহীদের স্বরণ করেন। পরে দেশ ও জাতীয় উন্নয়নে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৮:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জুলাই ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com