বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা, প্রার্থনা,পদাবলি কীর্তন, কৃষ্ণ পুজাসহ দিনব্যাপী নানা আয়োজনে মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। সকালে উপজেলার গুরুদাসপুর বাজার ও চাঁচকৈড় এ পৃথক দুটি স্থানে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
চাঁচকেড় এ উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৮ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁচকেড় হরিসভা চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায়।
এর আগে গুরুদাসপুর বাজার থেকে অনুরুপ একটি শোভাযাত্রা বের হয়। সেখানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায় বলেন,বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সবধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বসবাস করছেন। উৎসব পালনে ধর্মের দেয়াল বাধা হয়ে দাড়ায় না, বরং প্রতিটি উৎসব সার্বজনীনভাবে পালিত হয়।
চাঁচকৈড় ও গুরুদাসপুরে পৃথক বর্নাঢ্য র্যালীতে সনাতন ধর্মীয় নেতা অসিম পাল, প্রশান্ত কুমার মানি,জগো বর্মন,মদন কুন্ডু,অশোক গোস্মামী,উত্তম কুন্ডু,মাধব সাহা,সুজীত সরকার নেতৃত্ব দেন। এতে কয়েক শত শ্রীকৃষ্ণ ভক্তানুসারী অংশ গ্রহণ করেন।
হিন্দু ধর্মীয় নেতারা বলেন,বলেন-সনাতন ধর্মের অন্যতম উৎসব জন্মাষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি,সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ সময়: ১২:২১ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain