আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ একটি চায়নিজ রেস্তোরায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি ওই প্রার্থীতা ঘোষনা দেন।
জাকির হোসেন আওয়ামী লীগের দলীয় প্রতিকে টানা তিনবার মেয়র ও বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি।তিনি একটি বে-সরকারী কলেজের সহকারী অধ্যাপক,নাটোর জেলা আ.লীগের সদস্য। ছাত্র জীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী জাকির হোসেন বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হক বড়াইগ্রাম উপজেলা আ.লীগের সভাপতি থাকাকালীন সময়ে বিএনপি-জামাত জোটের হাতে প্রাকাশ্য খুন হন। এরপর তিনিসহ তার পরিবার দুঃশাসনের শিকার হয়েছেন। ত্যাগী আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় প্রধানমন্ত্রী তাকে দলীয় মনোনয়ন ও নৌকা দিয়ে মূল্যায়ণ করবেন।
জাকির বলেন,বিএনপি-জামাত জোট প্রধানমন্ত্রীকে তেইশ বার হত্যা চেষ্টা আর আওয়ামীলীগের নেতা কর্মীদের খুন,গুম,হামলা,মামলা দিয়ে তাদের শাষনামলকে মৃত্যুপুরী বানিয়েছিলো।বর্মানে বিএনপি’র জনপ্রিয়তা তলানীতে বিধায় তারা বিদেশী প্রভুদের হাতধরে ক্ষমতায় আসতে চায়। তাদের আগুন সন্ত্রাসের যুগে মানুষ ফিরতে চায় না বলেই আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
এর আগে জাকির বাংলাদেশকে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করে নিজে সম্মানিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা উন্নয়ন ও অগ্রযাত্রা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিশেষ করে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, পদ্মাসেতু, যমুনা রেল সেতু, কর্নফুলী ট্যানেল নির্মাণ,ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দানসহ প্রধানমন্ত্রীর নানা উন্নয়নের তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এর আগে সদ্য প্রয়াত সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতির আব্দুল কুদ্দুসের কবর জিয়ারত করেন তিনি।
বাংলাদেশ সময়: ৫:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain