নাটোরের গুরুদাসপুর পৌর শহরের আনন্দ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্তরে অভিভাবক সমাবেশ শেষে আনুষ্টানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন,সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বাবু,প্রধান শিক্ষক আফতাব উদ্দিন,এসএমসি সহসভাপতি শিক্ষাবীদ সাজেদুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন,ব্যবসায়ী আলমগীর কবির,হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ। এ সময় শিক্ষকমন্ডলী,অভিভাবক,সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। সেক্ষত্রে অভিভাবকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আগামীর বাংলাদেশ বির্নিমানে শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের বিশেষ ভুমিকা রাখতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বাংলাদেশ সময়: ২:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain