ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে ৯টি এক্সেভেটরের(খননযন্ত্র)১৩টি ব্যাটারি জব্দ করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। এসময় খননযন্ত্রের দুই মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোছা. সালমা আক্তার।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর ও জ্ঞানদানগর হাড়িভাঙ্গা বিলে ফসলী জমিতে পুকুর খনন চলছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালানো হয়। শনিবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী চলে ওই অভিযান।
উপজেলা প্রশাসন আরো জানায়-খননযন্ত্রের দুই মালিক জোবায়ের হোসেন ও রাসেল হোসেনকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিলঘুরে খননকাজে ব্যবহৃত ৯টি খননযন্ত্রের ১৩ ব্যাটারিও জব্দ করা হয়।
এরআগে শুক্রবার একই ইউনিয়নের কুমারখালী উত্তরপাড়া বিলে পুকুর খনন প্রস্তুতি ভন্ডুল করে উপজেলা প্রশাসন। এসময় রসুন, ভুট্টা, বোরো ধান ও ধনিয়ার ক্ষেতে সেচ ব্যবস্থা সচল করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার বলেন-ফসলি জমিতে কোনো ভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। পুকুর খননকারীদের বিরুদ্ধের প্রশাসনের অভিযান অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain