কাজ না করেই নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি মেরামত বাবদ ৩ লাখ ২৯ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে ‘অপরাধ ঢাকতে নিজের স্বাক্ষর জাল করলেন স্বাস্থ্য কর্মকর্তা’সহ ভিন্ন ভিন্ন শিরোনামে গত ২৩ মার্চ বিভিন্ন দৈনিক সংবাদপত্রের অনলাইন ও প্রিন্ট মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদগুলো আমার নজরে এসেছে। আমি ওই মনগড়া,ভিক্তিহীন,মানহানীকর,তথ্যবিভ্রাট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গত ১৮ মার্চ সকালে হাসপাতালের যন্ত্রপাতি মেরামতের একটি বিল-ভাউচার হিসাবরক্ষণ অফিসে দাখিল করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী তুহিন শেখ। তাকে পিয়নের পাশাপাশি প্রধান সহকারী হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিলো।
তুহিন শেখ সরকারী অর্থ আত্মসাৎ করতে সুকৌশলে ‘ক্রয়, সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিলের ৬৭ নম্বর ভাউচারে ‘আমার (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) স্বাক্ষর জালিয়াতি করে একটি বিল উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করেন।
হিসাবরক্ষণ কর্মকর্তা (অডিটর) নাজমুল হাসানের কাছে পিয়ন তুহিন শেখের দাখিল করা ৩ লাখ ২৯ হাজার ৯৯১ টাকার বিল-ভাউচারটিতে স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষরে ভিন্নতা দেখে সন্দেহ হলে ভাউচারটি আটকে দেন। বিল-ভাউচারটি ছাড় করার জন্য পিয়ন তুহিন শেখ তাকে হুমকিও দেন। সংবাদ কর্মি ডেকে কর্মকর্তাদের চাপ সৃষ্টি করেন বলেও তারা আমাকে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে কর্মকর্তা (অডিটর ) নাজমুল হাসান আমাকে মুঠোফোনে বিষয়টি অবগত করলে আমি বিলের অর্থছাড় না করতে তাকে অনুরোধ করি। স্বশরীতে ওই অফিসে গিয়ে আমার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তাদের জানিয়ে আসা হয়।
এ ঘটনায় বুধবার (২০ মার্চ) দুপুরে পিয়ন তুহিন শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িকভাবে হাসপাতালের সব ধরণের কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য-তুহিন শেখ ২০১৯ সাল থেকে গুরুদাসপুর হাসপাতলে চাকুরি করছেন। পিয়ন পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেলেও এখানে তাকে অফিস সহকারি হিসেবে অতিরিক্ত কাজ করানো হতো। বিল ভাউচার থেকে শুরু করে অফিসের হিসাব সংক্রান্ত সব কাজই করতেন পিয়ন তুহিন শেখ। সেই সুযোগে সরকারী অর্থ আত্মসাৎ করতে আমার স্বাক্ষর জাল করে মেরামতের ভূয়া বিল দাখিল করেন তিনি।
প্রতিবাদকারী-
মুজাহিদুল ইসলাম
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা
গুরুদাসপুর-নাটোর।
Wed 12:01
বাংলাদেশ সময়: ৯:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain