৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে নাটোরের গুরুদাসপুরে শান্তিপুর্নভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই শেষে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আহম্মদ আলী। তিনি পেয়েছেন ২০ হাজার ৩৫৯ ভোট। বিজয়ী হয়েছেন মাত্র ৪৫৬ ভোটে।
উপজেলা নির্বাচন অফিসসুত্রে জানা গেছে, ২০০ বর্গ কিলোমিটার এলাকায় মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন। ৭২ টি কেন্দ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রে গিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালমা আক্তার জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী। তিনি (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৩৫৯ ভোট। তার নিকটতম আতিয়ার রহমান বাঁধন (আনারস) প্রতীক নিয়ে পেয়ে ১৯ হাজার ৯০৩ ভোট। তিনি উপজেলা ছাত্র লীগের সভাপতি। আর নাটোর জেলা আ.লীগের উপদেষ্টা সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী (মোটরসাইকেল) নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৭৫৯ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শরিফ। উড়োজাহাজ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২২ হাজার ৩৫৯ ভোট। নিকটতম আলাল শেখ চশমা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩২২ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিদা আক্তার মিতা। কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৯ হাজার ৯৬ ভোট। নিকটতম রোকসানা আক্তার ফ্যান প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩২০ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালমা আক্তার স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বিজয়ী আহম্মদ আলী ভোটারদের বিজয় উৎসর্গ করে বলেন, ভোটারদের প্রতি তিনি ও তার পরিবার কৃতজ্ঞ। গুরুদাসপুরকে স্মার্ট উপজেলা ও গণ মানুষের সামাজিক এবং আর্থিক নিরাপত্তা বিধানে তার ভুমিকা থাকবে।
ভ্যাপসা গরমে ভোটার উপস্থিতি ছিলো কম। তবে নারী ভোটার উপস্থিতি ছিলো চোখে পরার মতো। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী কেন্দ্রে সকাল ১০ টায় ১২২ টি ভোট পরেছে। নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই সময়ে ভোটাররা ১০৪টি ভোট প্রদান করেছেন। আর নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই সময়ে ভোট পরেছে ৫২টি।
বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী কেন্দ্রের ভোটার আব্দুর রশীদ বলেন,অবাধ,নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট হয়েছে। তিনি বাধাহীনভাবে তার নাগরিক অধিকার ভোটটি প্রয়োগ করতে পেরে আনন্দিত।
পুরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসিবুল হাসান মিলন বলেন,ভোটার উপস্থিতি ছিলো সন্তোষজনক।
বাংলাদেশ সময়: ৯:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain