নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সেনা বাহিনী অভিযান চালিয়েছে। সেখানে দেশীয় অস্ত্র উদ্ধার শেষে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। রবিবার ( ১১ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে ওই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন গুরুদাসপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো.এরশাদ আলম।
স্থানীয়রা জানান, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লা দলীয় প্রভাবে পৌর শহরের চাঁচকৈড় বাজারের রসুন হাটায় নদী দখল করে একটি ঘর নির্মান করেন। সেখানে থেকে তিনি ব্যবসা-বানিজ্যের পাশাপশি নানা অনৈতিক কর্মকান্ড পরিচালসা করতেন।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভুমি) মো.আসাদুল ইসলাম বলেন,স্থানীয়দের দেয়া তথ্যমতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩টি হাসুয়া,১টি চাপাতি,১টি চাকু,২টি হাতুরী,লোহার রড ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গুরুদাসপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম জানান,গোপন সংবাদের ভিক্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ওই ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে উৎসুক জনতার ভীড় ছিলো। তবে তিনি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
স্থানীয় ব্যবসায়ী নেতা ও গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ অন্যরা জানান,আওয়ামী লীগ নেতার নদী দখল করে নির্মান করা ওই ঘর সাধারণ মানুষের কাছে টর্চার সেল নামে পরিচিত ছিলো। সেখানে ধরে এনে সাধারন মানুষকে অত্যাচার করে অর্থ আদায় করা হতো। সেনা বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ অনেকের জমির দলিল,ফাঁকা রাজস্ব স্যাম্প,লিখিত স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এতে বিষয়টি পরিস্কার হয়েছে।
এসময় পৌর বিএনপির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিন্টু,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ অসংখ্য উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী আব্দুস সালাম মোল্লা মুঠোফোনে জানান, ওই ব্যবসা প্রতিষ্টানটি তার ছিলো তবে ক’দিন আগে সেটি দখল করে নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা। তারাই দেশীয় অস্ত্র রেখে তাকে ফাসানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিক্তিহীন। ষড়যন্ত্রের অংশ হিসাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ৮:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain