দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর বর্তমানে বিএনপির প্রতিপক্ষ বিএনপি। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে হামলা-মামলা অভিযোগ পাল্টা অভিযোগ নতুন নয়। নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি সম্পাদকের বিরোধ এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের চাঁচকৈড় বাজারস্থ শিক্ষা সংঘে পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান ও বেলা ৪ টার দিকে একই বাজারের একটি রেস্তরায় সাধারণ সম্পাদক দুলাল সরকার সংবাদ সম্মেলন করেছে।
সকালে নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু সংবাদ সম্মেলন ডেকে তার নামে দায়ের করা মিথ্যা মামলার উস্কানী ও ইন্ধনের অভিযোগও করেছেন সম্পাদক দুলাল সরকারের বিরুদ্ধে। অন্যদিকে সাধারণ সম্পাদক অভিযোগ অস্বীকার করে সভাপতি মশিউর রহমানের দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন।
সকালে সংবাদ সম্মেলনে মশিউর রহমান বাবলু দাবী করেন, ২০২১ সালের শেষ দিকে ৪ লাখ টাকা জামানত ও মাসিক ১৮ হাজার টাকায় তার গুদাম ঘড় ভাড়া নেন ব্যবসায়ী আনিসুর রহমান। সেখানে তিনি সিনেমা হল নির্মান করেন। কিন্তু আনিসুর রহমান রাজনৈতিক প্রভাবে নিয়মিত ভাড়া পরিশোধ না করে চুক্তির শর্ত ভঙ্গ করে ভবন নির্মানসহ ওই সিনেপ্লেক্সে অনৈতিক কার্যক্রম শুরু করলে এলাকার মানুষ ক্ষিপ্ত ছিলেন।
সরকার পতনের পর ৮ আগষ্ট সন্ধ্যায় ওই সিনেপ্লেক্সে এলাকার কিছু দুস্কৃতকারী হামলা চালিয়ে ভাংচুর করে। ২৮ আগষ্ট ওই সিনেপ্লেক্সের মালিক আনিসুর রহমান মশিউর রহমানকে অভিযুক্ত করে নাটোর কোর্টে দুটি মামলা করেন। গত ২৫ সেপ্টেম্বর নাটোরের একটি রেস্তেরায় সংবাদ সম্মেলনও করেন ওই ব্যবসায়ী।
মশিউর রহমান আরো দাবী করেন, আনিসুর রহমান সংবাদ সম্মেলনে মিথ্যা ভিক্তিহীন ও মনগড়া তথ্য উপস্থাপন করেছেন। আর ওই সংবাদ সম্মেলনসহ ব্যবসায়ীর মামলার নেপথ্যে ইন্ধন-অর্থ দিয়ে সহযোগীতা করছেন দুলাল সরকার। ওই নেতা গুরুদাসপুর পৌরসভায় মেয়র প্রার্থী। নির্বাচনে আমাকে প্রতিপক্ষ ভেবে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে এমন রাজনৈতিক চরিত্রহননে ব্যস্ত।
শিক্ষা সংঘের সংবাদ সম্মেলনের ৪ ঘন্টা পর একই সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল সরকার চাঁচকৈড় বাজারের সাথীর রান্না ঘর রেস্তরায় পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,তিনি মেয়র পদে নির্বাচনের ঘোষনা দেওয়ায় মশিউর রহমান তাকে বিষদগার করছেন।
দুলাল সরকার আরো অভিযোগ করেন,বিএনপি’র দুঃসময়ে মশিউর রহমান দলের নেতা-কর্মীর পাশে ছিলেন না। আওয়ামীলীগের সাথে সমন্ময় করে তাকে চলতে দেখা দেখে। ব্যবসায়ী আনিসুর চরহমানকে দিয়ে মামলা করানো বা মামলার ইন্ধন দেয়ার বিষয়টি মিথ্যা ও ভিক্তিহীন। বরং মশিউর রহমান মদন শর্মাকে দিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করিয়ে তার ইমেজ ক্ষুন্ন করেছেন।
সকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও মিজানুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ,ছাত্রদল নেতা সেলিম শাহসহ কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলনে পৌর বিএনপি’র জেষ্ঠ্য সভাপতি নাজমুল করিম নজু,যুগ্ম সম্পাদক মিলন মাহমুদ,উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা,পৌর বিএনপি নেতা হাবিব শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজের সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ৭:০০ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain