গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীতা ঘোষনা দিলেন মশিউর রহমান বাবলু। তিনি নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র। শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে ওই প্রার্থীর সমর্থনে চাঁচকৈড় পুরানপাড়াবাসীর পথসভার আয়োজন করে। সেখানে তিনি মেয়র প্রার্থীতা ঘোষনা দেন।
এর আগে থানা শিক্ষাসংঘ পাঠাগারের একটি কক্ষে মেয়র প্রার্থী মশিউর রহমান বাবলুর পক্ষে নির্বাচনী কার্যালয় খোলা হয়। সেই কার্যালয় ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
পরে বিএনপি নেতা বাদশা হাজীর সভাপতিতে শিক্ষা সংঘ চত্তরে পুরানপাড়াবাসী পথসভার আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান। ওই অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষনা করে তার পক্ষে সবাইকে জনসংযোগের আহবান জানান।
এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ ও মিজানুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক সুফি সাঈদ,সাবেক কাউন্সিলর সামছুর রহমান,শ্রমিকদল নেতা ও সাবেক কাউন্সলর রেজা শাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম শাহ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain