শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বসত-বাড়ির ক্ষতি না করে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় কৃষকদের মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ

০৯ অক্টোবর ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

বসত-বাড়ির ক্ষতি না করে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় কৃষকদের মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরের গাড়ীষাপাড়া-বামনকোলা সিমান্ত সড়কে পানি চলাচলের দুটি কালভার্ট বন্ধ করে বসত-বাড়ি নির্মানে দুই মাঠের অন্তত দেড় হাজার বিঘা ফসলী জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সম্প্রতি এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা মানববন্ধন করলে উপজেলা প্রশাসন পানি নিস্কাসনের উদ্যোগ নেন। এলাকাবাসী বসতভিটার ক্ষতি না করে পানি নিস্কাশনের দাবীতে মানববন্ধন করেছে।

আয়োজকসুত্রে জানাগেছে, একসময় ওই দুই মাঠের পানি নিস্কাসনের জন্য দুটি কালভার্ট ছিলো। কালভার্ট সংলগ্ন এলাকায় অনেকগুলো বসতি গড়ে ওঠায় পানি চলাচল বন্ধ হয়ে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় ওই এলাকার অন্তত দেড় হাজার বিঘা জমির ধান তলিয়ে যেতে বসেছে। বসত-ভিটা উচ্ছেদ না করে ফসল রক্ষা ও জলবদ্ধতা থেকে মুক্তির দাবী কৃষকদের। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে গ্রামীন সড়কে দাঁড়িয়ে এলাকার দুই শতাধীক কৃষক মানববন্ধন করেছে।

বামনকোলা গ্রামের কামাল,জালাল উদ্দিন,রফিক ফকির,মছের,সেলিম উদ্দিনসহ অন্তত ১০জন কৃষক জানান,পুরাতন বামোনকোলা গ্রামের ওই মাঠে একসময় তিনটি ফসল ফলতো। কালভার্ট সংলগ্ন এলাকায় বসত-বাড়ি নির্মানের ফলে রাস্তার পুর্ব ও পশ্চিম পাশের উভয় মাঠে কৃষকরা ১৫ বছর ধরে জলাবদ্ধতায় ভুগছেন। টানা ক’দিন বৃষ্টি হলেই তলিয়ে যায় মাঠের ফসল। এতে ক্ষতির সম্মুখিন হন তারা। সরোজমিনে তদন্তপুর্বক বসত ভিটার ক্ষতি না করে পানি নিস্কাসনের দাবী জানান মাবনবন্ধনে অংশ নেয়া কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন,জলাবদ্ধতা নিরসনে ওই মাঠ পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন ওই এলাকার কৃষকদের সাথে কথা বলে,সুবিধাজনক স্থানে অস্থায়ীভাবে নালা কেটে পানি নিস্কাসনের উদ্যোগ নিয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন,ওই এলাকার জলাবদ্ধতা থেকে ফসলী জমি রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। অগ্রাধিকার ভিক্তিতে জলাবদ্ধতা নিরসনের পর স্থায়ী সমস্যা সমাধানের আগে কৃষকদের সাথে পরামর্শ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:১১ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com