নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকিহ্রাস জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতেই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার এমন উদ্যোগ।
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৩অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মহড়া প্রদর্শিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল পরিষদ চত্বরে ভুমিকম্প,অগ্নিকান্ড নির্বাপন ও অগ্নিকান্ডে আটকাপড়া ব্যক্তিদের উদ্ধারের কলা-কৌশলের মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain