৩৮ বছরে পা রাখলেন গুরুদাসপুর বার্তায় আইন উপদেষ্টা এস এম শহিদুল ইসলাম সোহেল। কেক কাটা,মিষ্টিমুখ ও বিশেষ দোয়ার মাধ্যমে জন্মদিন পালন করেছে তার বন্ধুমহল। বৃহস্পতিবার(১৭ অক্টোবর)সন্ধ্যায় চাঁচকৈড় বাজারস্থ নিজস্ব ভবন এমপি পার্কের ল চেম্বারে ওই জন্মদিন পালিত হয়।
জন্মদিনের অনুষ্ঠানে তার পিতা সাবেক সংসদ সদস্য আবুল কাসেম সরকার,গুরুদাসপুর বার্তার সম্পাদক শিক্ষাবীদ সাজেদুর রহমান সাজ্জাদ, ড.জোহা সরকারী কলেজের শিক্ষক নাছরিন সুলতানা রুমা, সাবেক সেনা সদস্য আমিরুল ইসলাম, সাংবাদিক নাজমুল হাসান,মেহেদী হাসান তামিম,অমি মাহফুজ, জাহাঙ্গীর আলোমসহ বন্ধু,অনুজ,শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।একে অপরকে কেক খাইয়ে মিষ্টিমুখ করিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে পরিবারসহ সোহেলের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য-এস এম শহিদুল ইসলাম সোহেল ১৯৮৬ সালের ১৭ অক্টোবর আবুল কাশেম সরকার ও সাহিদা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজসেবক। তার পিতা আবুল কাশেম সরকার নাটোর-৪ আসনের দুইবারের সংসদ সদস্য ও মাতা সাহিদা বেগম গৃহিণী।
সোহেল সরকার ২০০২ সালে গুরুাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৪ সালে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন শেষে ঢাকা জজকোর্টে আইন পেশা শুরু করেন।
ছোটবেলা থেকেই কর্ম-চিন্তায় স্বাধীনচেতনা ও সমাজচিন্তক হওয়ায় পরিবারের আগ্রহ ও নিজের ইচ্ছায় আইন পেশা বেছে নেন তিনি। এ পেশার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। সোহেল গুরুদাসপুর ব্লাড ডোনার এসোসিয়েশনের উপদেষ্টা সভাপতি।
সরকার পরিবারে সোহেল সবার ছোট। একমাত্র বড় ভাই এ্যাড.সুমন সরকার ও বোন ডা.শারমিন সুলতানা কচি। তারাও স্ব স্ব ক্ষেত্রে সাফল্যের আলো ছড়িয়েছেন।
এস এম শহীদুল ইসলাম সোহেল ২০১৩ সালে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের মরহুম ছাত্তার মাস্টার ও রতাগর্ভা হাজেরা খাতুনের কনিষ্ঠ কন্যা ডা.স্নিগ্ধা আকতার ছন্দার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তাদের ঘরে সামাইরা সম্প্রীতি নামে এক কন্যা সন্তান ও সাফওয়ান ইসলাম নামে একপুত্র সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain