নাটোরের গুরুদাসপুর পৌর যুবদল আসন্ন ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো.ওমর আলীর সভাপতিত্বে পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া অভারব্রীজ সংলগ্ন খামার বাড়িতে ওই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আফজাল হোসেন বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের কর্ম বিষয়ক সম্পাদক মো. রানা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সদস্য জিল্লুর রহমান,ফারুক হোসেন,জিয়াউল হক জিয়া,পৌর যুবদলের সদস্য ইয়রিুল ইসলাম, সুমন হাসান প্রমুখ। এসময় গুরুদাসপুর পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী উপস্থি ছিলেন।
বক্তারা বলেন,আগামী ২৭ অক্টোবর যুবদলে প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা যুবদল নানা কর্মসুচী ও সমাবেশ করবে। সেখানে উপস্থিত থাকবেন সাবেক ভুমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলার জাতীয়তাবাদী দল ও অংগ সংগঠনের নেতৃবর্গ। অনুষ্ঠান সফল করতে গুরুদাসপুর থেকে নেতা-কর্মীদের সেখানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন তারা।
বাংলাদেশ সময়: ১০:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain