“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতায় নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি পারভীন,কৃষি কর্মকর্তা হারুনর রশীদ,অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমুখ।
এসময় বক্তারা রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বিভিন্ন ক্ষেত্রে সফল তিনজন জয়ীতাকে স্ক্রেষ্ট ও সমমাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ৩:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain