নাটোরের গুরুদাসপুরে সমৃদ্ধির উন্নয়ন বিষয়ে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও কালেরকন্ঠের উপজেলা প্রতিনিধি এমএম আলী আক্কাছকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করেছে বেসরকারী সংস্থা এনডিপি।
বুধবার (২৫ জুন) বিকেলে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী উন্নয়ন কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ওই সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করেন। সংবর্ধিত সাংবাদিক আলী আক্কাছকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চলনবিল প্রেসক্লাবের সদস্যরা।
এছাড়াও সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, ক্রীড়ায় মিজানুর রহমান ও সংগীতে মইনুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন এনডিপির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কছিম উদ্দিন।
সংবর্ধিত সাংবাদিক আলী আক্কাছ বলেন,ভালো কাজের এ স্বীকৃতি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করতে অনুপ্রানীত করবে। তাঁকে মনোনিত করার জন্য আয়োজক সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ৭:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
gurudaspurbarta.com | MD. Faruk Hossain