শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রাস্তায় কাদাজল নামাজ আদায় ও কবরস্থানে লাশ নিতে ভোগান্তি

সাজেদুর রহমান সাজ্জাদ

১২ জুলাই ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

রাস্তায় কাদাজল নামাজ আদায় ও কবরস্থানে লাশ নিতে ভোগান্তি

শত বছরেও পাকা হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের কাঁচা রাস্তা। বৃষ্টি হলেই পানি জমে কর্দমাক্ত রাস্তায় যানচলাচল দূরের কথা হেঁটেও চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে লাশ নিয়ে কবরস্থানে পৌছাতে চরম বিপাকে পরতে হয়। শনিবার (১২ জুলাই) সকালে রাস্তা পাকাকরনের দাবীতে গ্রামের ৫শতাধীক মানুষ মানববন্ধন শেষে বিক্ষোভ করেছে।

oppo_0

জানা গেছে, বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ময়দানের মোড় থেকে ময়েজ উদ্দিনের মোড় এবং কামালের বাড়ি হতে উত্তরপাড়া মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহালদশা। ওই এলাকায় বসবাসকারীদের অভিযোগ আশ্বাস মিললেও শতবছরেও পাকা হয়নি রাস্তাটি। ফলে বর্ষাকালে সমজিদ,মাদরাসা,কবরস্থান,স্কুলগামী সর্বসাধারণের ভোগান্তির শেষ হয়না। শুধু তাই নয় পরিবহন শ্রমিক,চাষী,কৃষি শ্রমিক ও উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় ।
এ পাড়ার ভ্যানচালক ফরিদুল হোসেন বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা-পানি জমে। ভ্যান নিয়ে রাস্তায় বের হতে পারিনা। ভ্যান না চললে সংসার চলে না এসময় ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়।
মানববন্ধনে কামাল হোসেন,হামিদুল ইসলাম,সাইফুল ইসলাম,আজিজুল হক, আব্দুল জলিল, সেকান্দার আলী বক্তব্য রাখেন। তারা জানান, শত বছরেরও রাস্তা আধুনিকায়ন হয়নি। এ এলাকার মানুষ শুধুমাত্র রাস্তার কারণে সভ্যতার আলো দুরে। রাস্তার কাদাজলের কারনে মসজিদে নামাজ আদায়,কবরস্থানে লাশ নিতে পরতে হয় বিপাকে।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন,জনগুরুত্বপুন ওই রাস্তাসহ ইউনিয়নের কাচা রাস্তাগুলো পাকাকরনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুতই রাস্তাটি পাকা করণ হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com