রবিবার ⬤ ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ⬤ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
বগুড়ায় শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ৩৮ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং বাকি ১৫ জন নারী।
এদের অধিকাংশের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোণা, ভোলা, টাঙ্গাইল, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোর।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, থানা পুলিশের অভিযানে শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ৩৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain