নয় বছর আগে ২০১৪ সালে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের কমিটি গঠিত হয়েছিলো। সে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আরিফুল ইসলাম বিপ্লব। গ্রæপিংয়ের কারনে দীর্ঘ নয় বছর সম্মিলিতভাবে কোন মিটিং বা দৃশ্যমান দলীয় কোন কর্মসুচী করতে পারেনি তারা। আসন্ন পৌর কাউন্সিলের প্রস্তুতি সভাকে ঘিরে এক মঞ্চে পৌর আ.লীগের শীর্ষ দুই নেতা।
দলীয়সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪ টায় পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে গরিবুল্লাহ কমপ্লেক্সে কাউন্সিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সভায় বিভেদভুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হবার আহবান জানানো হয়।
পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যদেরমধ্যে উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড.আনিসুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, জেলা আ.লীগের তথ্য প্রযুক্তি সম্পাদক ও এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ কুদ্দুস শোভন,সহসভাপতি প্রভাষক মোজাম্মেল হক,সাবেক পৌর আ.লীগের সভাপতি সামসুল হক শেখ,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ,সাধারণ সম্পাদক প্রার্থী শেখ মো.আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আ.লীগের সভাপতি সংসদ সদস্য বলেন,যোগ্য,ত্যাগী,আওয়ামীলীগ পরিবারের সন্তানরা আগামীর পৌর আ.লীগে স্থান পাবেন। তিনি আরও জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তিনি আস্থাভাজন বলে বারবার তাঁকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেন। এ আসনের জনগন শেখ হাসিনার আস্থার প্রতিদান দিয়ে বারবার নির্বাচিত করে তাকে সংসদে পাঠান। তিনি দৃঢ়কন্ঠে বলেন আগামীতে তিনিই মনোনয়ন পাবেন। তবে সংসদ নির্বাচনের আগে প্রতিবারই ষড়যন্ত্র হয় এবারও তার ব্যাতিক্রম নয়।
বাংলাদেশ সময়: ৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain